চৌহালীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নৌকায় ভোট চাওয়ার অভিযোগ

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের কাছে ভোট প্রার্থনা ও নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এমন লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

চৌহালী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ১০ সচেতন ব্যক্তি স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারকেও দেওয়া হয়েছে। 

অভিযোগকারী হযরত আলী মাস্টার জানান, একজন সরকারি চাকরিজীবী তার পদে থেকে কারও পক্ষে ভোট চাওয়া মানে নির্বাচনের পরিবেশ নষ্ট করা। চৌহালী আসনে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুতার পক্ষে তিনি অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। দেখা যাবে অনেক শিক্ষক-শিক্ষিকা তার ভয়ে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে নানা অনিয়মের জড়িয়ে পড়বেন। তাকে বদলি করা না হলে চৌহালীতে সুষ্ঠু নির্বাচন হবে না বলে আমরা মনে করছি। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. আরিফ সরকারকে বার বার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, অভিযোগের কপি পেয়েছি। দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, অনেক অভিযোগ আসছে। এ অভিযোগটি এখনও দেখতে পারেনি। দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here