‘ভুল’ তথ্য না মোছার অভিযোগে মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে পাঁচ কোটি ডলারের বেশি জরিমানা করেছে রাশিয়ার আদালত।
রাশিয়ার বিবেচনায় ইউক্রেইন যুদ্ধ ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছে গুগল।
যদিও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি গুগল।
ইউক্রেইনের সাথে দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ বলে দাবি করে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই ইউটিউবকে মূল লক্ষ্যবস্তু বানিয়ে আসছে রাশিয়া। তবে, দেশটি টুইটার ও মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলেও ইউটিউবের বেলায় তেমনটি করেনি।