প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলে ৭ নতুন মুখ

0

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে যেখানে প্রথমবার ডাক পেয়েছেন ৭জন নতুন ক্রিকেটার। 

ক্যারিবীয় দলের নেতৃত্ব দিবেন ক্রেইগ ব্রাথওয়েট। তার সহকারী আলজারি জোসেফ। এছাড়া আছেন তাগেনারাইন চন্দরপল, জশুয়া সিলভা ও কেমার রোচ।

আগামী বছরের জানুয়ারির ১৭ তারিখে অ্যাডিলেডে শুরু হবে প্রথম টেস্ট। ব্রিসবেনের গ্যাবায় গোলাপি বলে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট শুরু ২৫ জানুয়ারি। এর আগে ২ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত অ্যাডিলেডে কন্ডিশনিং ক্যাম্প করবে ওয়েস্ট ইন্ডিজ।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজ দলঃ
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), আলজারি জোসেফ, তাগেনারাইন চন্দরপল, জশুয়া সিলভা, কার্ক ম্যাকেঞ্জি, আলিক আথানাজে, গুড়াকেশ মোতি, কেমার রোচ, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, কেভিন সিনক্লিয়ার, আকিম জর্ডান, ও শামার জোসেফ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here