প্রতি বছরের মতো এবারও বড়দিন উদযাপনের নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।। দিনটিকে সামনে রেখে থাকছে খাবারের নানা আয়োজন। এছাড়া শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টি-র আয়োজন।
ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলবে মজাদার খাবারের আয়োজন। ক্রিসমাস ইভ ও বড়দিনে (২৪ ও ২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে রাতের ব্যুফে খাবারের আয়োজন, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫৫৫ টাকা; সাথে সিলেক্টেড কার্ডে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার তো থাকছেই। প্রধান আকর্ষণ থাকবে একটি বিশাল ওভেন-রোস্ট টার্কি, যা হোটেলের গুড়মে শেফ নিজেই লাইভ স্টেশন থেকে অতিথিদের পরিবেশন করবেন। সাথে ব্যুফে মেন্যুতে থাকছে বিভিন্ন দেশের বড়দিনের খাবার। এছাড়াও ক্রিসমাস ইভ-এ থাকছে জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাইলাইনে বার বি কিউ ডিনার এর সাথে হিপ-হপ লাইভ মিউজিক এর জমজমাট আয়োজন!
ঢাকা রিজেন্সি-র ডিসেম্বর এর এই আনন্দ উদযাপন চলবে একদম ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং সাথে নানা রকম অফার আর আকর্ষণীয় এক্টিভিটিস থাকছে।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আপনার প্রিয়জনের সাথে নিউ ইয়ার উদযাপনের জন্য প্রস্তুত হন-যেখানে থাকছে লাইভ কাউন্টডাউন, ডান্স, নন-স্টপ মিউজিক সহ আরও অনেক কিছু।