ঠাকুরগাঁওয়ে শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

0

শীতের সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছে শিশুরা। যার ফলে হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। তবে চিকিৎসরা বলছেন, চাহিদা অনুযায়ী দেয়া হচ্ছে প্রয়োজনী চিকিৎসা।

দেশের উত্তরবঙ্গের জেলা ঠাকুরগাঁও। বরাবর এই জেলায় শীতের প্রকোপ বেশি হয়। এবারও যেন একই অবস্থা। সেই সাথে শীতে জেলার আধুনিক সদর হাসপাতালে বাড়তে শুরু হয়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও। শুধু ঠাকুরগাঁও জেলার নয়, আশেপাশের বেশ কয়েক জেলার শিশুরা এসে চিকিৎসা নিচ্ছেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে।

শিশু ওয়ার্ডের দেয়া তথ্য মতে, গত এক থেকে দুই সপ্তহের মধ্যে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ৪৫ শয্যা শিশু ওয়ার্ডে হাসপাতে চিকিৎসাধীন ১৬৮ জন রোগী। এর মধ্যে ৬০ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে। এদিকে, নতুন করে গত ২৪ ঘণ্টায় ১২৬ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে ডায়রিয়া রোগী ৩৫ জন, নিউমোনিয়া রোগী ৪৯ জন ও ৪২জন রোগী শ্বাসকষ্ট-জ্বর-সর্দিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাজ্জাদ হায়দার শাহীন বলেন, আমাদের এই হাসপাতালে শুধু ঠাকুরগাঁও জেলা নয়, আশেপাশের জেলার মানুষেরা আসেন চিকিৎসা নিতে।  শয্যা সংকট, এরপরেও আমরা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here