আগাম জাতের আলুর ভালো দাম পেয়ে খুশি কৃষক

0

আবহাওয়া অনুকূলে থাকায় এবার আগাম জাতের আলু আবাদে বাম্পার ফলন হয়েছে এবং বর্তমান বাজারে চাহিদার সাথে আলুর দাম বেশি থাকায় কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। এখন দিনাজপুরের কাহারোলসহ বিভিন্ন এলাকায় চলছে আগাম জাতের আলু তোলার ধুম। বাজারে আলুর দাম বেশি থাকায় কৃষকরা খুশি। 

কাহারোলের কাজিকাঠনা গ্রামের মো. শরিফুল ইসলাম ৩০ শতক জমিতে আগাম জাতের গ্রানুলা আলু চাষ করেন। সেই আলু বিক্রি করে তিনি দাম পেয়েছেন ৮০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ৪০ হাজার টাকা। সোমবার কাজি কাঠনা এলাকায় প্রতি কেজি আলু বিক্রি হয়েছে জমি থেকে ৪৭ টাকায়। 

কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মল্লিকা রানী সেহানবীশ বলেন, কৃষকদের আগাম জাতের আলু আবাদের জন্য কৃষি বিভাগ সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় কৃষি উপ-সহকারি কর্মকর্তাগণ কৃষকদের সহযোগিতা করেছেন কীভাবে আলুর ফলন বৃদ্ধি পায় সেই ধরনের পরামর্শ দিয়েছেন। কাহারোলে চলতি রবি মৌসুমে আগাম জাতের আলুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫৫০ হেক্টর জমিতে। তা অতিক্রম করে ৬০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here