কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম শহিদুল শিকদার (৪১)। এসময় তার কাছ থেকে ৩৭০পিস ইয়াবা জব্দ করা হয়।
জেলার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস দল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ছাইতনতলা নামক এলাকা থেকে তাকে আটক করে।পরে তার দেহ তল্লাশী করে ৩৭০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তাদের কাছ থেকে ২ টি মোটরসাইকেলও জব্দ করে গোয়েন্দা পুলিশ। আটক শহিদুল শিকদার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত জামাল উদ্দিন শিকদারের ছেলে। সে একাধিক মাদক মামলার আসামী বলে জানায় পুলিশ।