আইপিএলের নতুন আসরের জন্য নিলাম অনুষ্ঠিত হবে আজ। দুবাইতে বসছে এবারের মেগা নিলামের আসর। ভারতের বাইরে নিলামের আসর এবারেই প্রথম। এই নিলামে কোন তারকারা দামের শীর্ষ পর্যায়ের দিকে উঠে আসবেন, তা নিয়ে চলছে জোরে-শোরে জল্পনা।
আগামী আসরে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের দাম রাখা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। তবে এই দামে সর্বোচ্চ ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে কিনতে পারবে না ফ্র্যাঞ্চাইজিগুলো। এর সঙ্গে আরও অর্থ যোগ করতে হবে তাদেরকে। কারণ, সর্বোচ্চ ভিত্তিমূল্যের অনেক ক্রিকেটারকে নিয়েই তুমুল টানাটানি হবে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। যে কারণে একেক ক্রিকেটারের মূল্য উঠতে পারে আকাশছোঁয়া।
২০২৪ সালের আইপিএলে যেসব ক্রিকেটাদের দাম আকাশ ছুঁতে পারে তাদের মধ্যে সবার প্রথমে রয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের নাম। এরপর রয়েছেন- নিউজিল্যান্ডের তরুণ ক্রিকেটার রাচিন রাবিন্দ্রা, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েৎজি এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৭৭টি শূন্যস্থান পূরণের জন্য নিলামের দাঁড়িপাল্লায় উঠছেন ৩৩৩ জন ক্রিকেটার। এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিরা বেছে নেবে ৩০ জন বিদেশিকে। আইপিএল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ২১৪ জন ভারতীয় এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলে খেলা (ক্যাপড) ক্রিকেটার রয়েছেন ১১৬ জন। জাতীয় দলে কখনও না খেলা ক্রিকেটারের (আনক্যাপড) সংখ্যা ২১৫ জন।
গুজরাটের হাতে নিলামে সবচেয়ে বেশি অর্থ থাকছে- ৩৮.১৫ কোটি। এরপর রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (৩৪ কোটি), কেকেআর (৩২.৭ কোটি) এবং সিএসকে (৩১.৪ কোটি)।
পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির পার্সে রয়েছে যথাক্রমে ২৯.১ কোটি, ২৮.৯৫ কোটি এবং ২৩.২৫ কোটি। লখনৌয়ের হাতে থাকবে সবথেকে কম অর্থ-১৩.১৫ কোটি। মুম্বই ইন্ডিয়ান্স এবং রাজস্থান রয়্যালস নিলামে নামবে ১৭.৭৫ কোটি এবং ১৪.৫ কোটি নিয়ে।