তেজগাঁওয়ে ট্রেনে আগুন : মা-ছেলের মরদেহ হস্তান্তর

0

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে নিহত নাদিরা আক্তার পপি (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াসিনের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে ঢামেক মর্গ থেকে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বুঝে নেন। 

এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহামেদ বিশ্বাস। 

ওসি আরও বলেন, বাকি দু’জনের মরদেহর মধ্যে আরও একজনের মরদেহ সনাক্ত হয়েছে বলে শুনেছি। তা যাচাই-বাছাই করা হচ্ছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর ৫টায় রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here