কাতার আওয়ামী লীগের দলীয় কোন্দলের পরিপ্রেক্ষিতে একটি সুশৃংঙ্খল আওয়ামী লীগ গঠন করার লক্ষ্যে বুধবার দোহার রাওয়ান্ড ফাইভ স্টার হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগের সিনিয়র নেতা মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোল্লা মো: রাজ রাজিব।
পরে সবার মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠিত হয়েছে। এতে প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম, সমন্বয়ক মোঃ ইসমাইল মিয়া, সমন্বয়ক মোঃ নজরুল ইসলাম ভুইয়া, সমন্বয়ক আবু ইউসুফ বাবুল।
সদস্য সচিব- মোঃ জাকির হোসেন, রাজ রাজিব, আল আমিন খান, তাজুল ওয়াহিদ, জাকির হোসেন বাবু।
উপরোক্ত সমন্বয় কমিটি কাতারে বিভিন্নভাবে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে কাতারে একটি মাত্র আওয়ামী লীগ গঠনের উদ্দেশ্যে কাজ করবে। সেই সাথে কাতারে বসবাসরত বঙ্গবন্ধুর আদর্শের আগ্রহী নেতাকর্মী সবাই মিলে উল্লেখিত সমন্বয় কমিটির মাধ্যেমে নির্বাচন/মতামতের ভিত্তিতে একটি কমিটি গঠন পর্যন্ত উল্লেখিত সমন্বয় কমিটি কাজ করে যাবে এবং এর মধ্যে যত জাতীয় অনুষ্ঠানও এই কমিটির নেতৃত্বেই হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।