যথাযথ মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ইয়াঙ্গুনস্থ বাংলাদেশ দূতালয় প্রাঙ্গণে মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং আলোচনা সভা। বিকালে অনুষ্ঠিত হয় কূটনীতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের জন্য সংবর্ধনা। সন্ধ্যার পরে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে আগত অতিথিবৃন্দের জন্য নৈশভোজ।
আলোচনা পর্বে রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত নারীদের প্রতিও শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত বলেন, দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম আর এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের স্বাধীনতা। জাতির পিতার নির্দেশিত পররাষ্ট্রনীতি অনুসারে বাংলাদেশ সকলের সাথে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখছে। তিনি তার বক্তব্যে বর্তমান বাংলাদেশের তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যথা জনকল্যাণমূলক গণতন্ত্র, চলমান উন্নয়ন অগ্রযাত্রা এবং জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে সঠিক পথে এগুচ্ছে যা বাংলাদেশ-কে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবে।
সন্ধ্যায় দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আগত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্যগণ, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণ আলোকসজ্জায় সজ্জিত করা হয়।