আগামী বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। বিপিএলের সূচি অনুযায়ী বলছে, দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল। আসন্ন ২০ জানুয়ারি দুপুর দেড়টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে মিরপুর শের-ই-বাংলায়।
ফরচুন বরিশালের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিও বার্তায় তামিম তার দলের অবস্থাই জানিয়েছেন।
বিপিএলের জন্য সময় নির্ধারিত হয়েছে ১৯ জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। দেশের তিন ভেন্যুতে সাত দলের এই আসর মাঠে গড়াবে। ম্যাচ হবে মোট ৪৬টি। একই সময় মাঠে চলবে আরও ৫টি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ।