যে কারণে স্থগিত হল গাজা যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট

0

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট স্থগিত হয়েছে। সোমবার এ ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবিত খসড়ার চিঠি সদস্য দেশগুলোর কাছে না পৌঁছানোয় মঙ্গলবার পর্যন্ত ভোট স্থগিত করেছে জাতিসংঘ।

এদিকে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ১৯ হাজার ৪৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া আহত রয়েছেন অর্ধ লাখের বেশি মানুষ। নিখোঁজ রয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here