জনসনকে সরিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া!

0

পাকিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ একটি কলাম লিখেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন। সেখানে তিনি ডেভিড ওয়ার্নার ও প্রধান নির্বাচক জর্জ বেইলির সমালোচনা করেন। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। 

এই ঘটনার পর পূর্ব নির্ধারিত দু’টি ‘পাবলিক স্পিকিং’ এর বক্তা হিসেবে জনসনকে সরিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে বক্তা হিসেবে নেওয়া হয় মাইক হাসিকে।

ওয়ার্নারের সমালোচনা করে জনসন কলামে লিখেন যে, আমি বুঝি না তাকে কেন বার বার সুযোগ দেওয়া হয়? তার জন্য কেন বীরোচিত বিদায়ের ব্যবস্থা করা হয়? যেখানে সে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিংয়ের জড়িত ছিল।’

অবশ্য ওয়ার্নার প্রথম টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করে সমালোচকদের সমালোচনার দারুণ জবাব দেন। ২১১ বলে খেলেন ১৬৪ রানের অনবদ্য ইনিংস। তাতে প্রথম টেস্ট অস্ট্রেলিয়া ৩৬০ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here