এশিয়া কাপ জিতে দেশে ফিরলো টাইগার যুবারা

0

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা ক্রিকেটাররা দেশে ফিরেছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহফুজুর রহমান রাব্বির দল।

মিরপুরে যুবারা সংবাদমাধ্যমের সামনে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাবেন। আগামীকালও ব্যস্ত সময় পার করতে হবে মাহফুজুর রহমান রাব্বি-মারুফ মৃধাদের। বিসিবির পক্ষ থেকে তাদের জন্য অভ্যর্থনার আয়োজন করা হচ্ছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার জানিয়েছেন, আগামীকালের আয়োজনে যুবাদের জন্য কেক কাটার ব্যবস্থা থাকবে। এবারের যুব এশিয়া কাপে বেশ দাপুটে ক্রিকেট খেলেছেন বাংলাদেশ। একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছিল তারা। ফাইনালেও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে টাইগার যুবারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here