শেষ দিনেও দুবাইয়ের বইমেলা ছিল জমজমাট

0

সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ বই মেলা রবিবার শেষ হয়েছে। পাঠক, দর্শক, প্রকাশক- সবার মিলনমেলায় বই মেলায় ফিরেছিল প্রাণের স্পন্দন। এবারের মেলায় শুরুর দিকে দর্শনার্থীর তুলনায় বই বিক্রি কম হলেও শেষ দিকে এসে চিত্র পাল্টে যায়। স্টলগুলোতে দেখা যায় তালিকা হাতে পাঠকদের বই কেনার দৃশ্য। শেষ দিকের বই বিক্রিতে এবার অনেক প্রকাশনী সন্তুষ্ট।

বিভিন্ন দেশের সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে মেলার শেষ দিনেও ভিড় করেন প্রবাসী বাংলাদেশিসহ বাংলা ভাষাভাষীরা। তিনদিনের এই বইমেলা ব্যাপক সাড়া ফেলেছেন প্রবাসীদের মাঝে। প্রতিদিনই ছিল উপচে পড়া ভিড়। 
বই মেলায় দেখায় যায় চা চক্র ও বস্ত্র প্রদর্শনী। বেশ কয়েকটি পর্বে ভাগ করে মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হয়। এছাড়া প্রবাসে অবস্থানরত সাংবাদিক ও মেলায় সহযোগিতা করার জন্য কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং ব্যবসায়ীদের সম্মাননা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here