দুর্নীতি মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন। গত আগস্ট থেকে কারাগারে রাখা হয়েছে তাকে। সাইফার মামলাসহ আরও কয়েকটি মামলায় তার বিচার চলছে। এই পরিস্থিতিতে ইমরান খানের দল নির্বাচনী প্রচারণায় ব্যবহার করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। খবর রয়টার্সের।
জানা গেছে, দুর্নীতি মামলায় অভিযুক্ত ইমরান খানের দলকে জনসভার অনুমতি দেওয়া হয় না। তাই রবিবার তার দলের একটি ভার্চুয়াল বৈঠকে এআই দিয়ে তৈরি অডিও ক্লিপ ব্যবহার করা হয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) ভার্চুয়াল সমাবেশে চালানো এই অডিও ক্লিপটি ইউটিউবে ১৪ লাখের বেশিবার দেখা হয়েছে। এছাড়া অন্যান্য সামাজিক মাধ্যমে কয়েক হাজার মানুষ এটি শুনেছে।
পিটিআই বলেছে, ইমরান খান আইনজীবীদের মাধ্যমে একটি শর্টহ্যান্ড স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন। বার্তাটি এআই ফার্ম ইলাভেন ল্যাবস-এর একটি টুল ব্যবহার করে রেকর্ড করা হয়েছিল। ইমরান খানের আগের ভাষণ থেকে কণ্ঠ নকল করে বার্তাটি তার মতো করে তৈরি করা হয়েছে।
এআই দিয়ে তৈরি বার্তায় বলা হয়, ‘আমার সহযোদ্ধারা, আমি প্রথমে এই ঐতিহাসিক প্রচেষ্টার জন্য সোশ্যাল মিডিয়া টিমের প্রশংসা করতে চাই। হয়তো আপনারা সবাই ভাবছেন আমি জেলে কেমন আছি। আজ, সত্যিকারের স্বাধীনতার জন্য আমার সংকল্প খুবই দৃঢ়।’
ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সমর্থকদের বক্তৃতার পাঁচ ঘণ্টার লাইভ-স্ট্রিমের শেষে অডিওটি সম্প্রচার করা হয়েছিল। ইমরান খানের আগের ফুটেজ ও ছবি দিয়ে ভিডিও তৈরি করা হয়েছিল।