ঝিনাইদহের শৈলকুপাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রতিবন্ধী এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার শেখপাড়া বাজারের কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম পারভেজ (১৮)। তিনি কুষ্টিয়া জেলার সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের রিয়াজ মন্ডলের ছেলে।
এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ করে একটি বাস বেপরোয়া গতিতে আসলে ভ্যান চালক ভ্যান সাইড করতে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ভ্যানচালক পারভেজ ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে এবং মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।