বিজয় দিবস উপলক্ষে অস্ট্রেলিয়া আওয়ামী লীগ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় সময় ১৭ ডিসেম্বর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী ড. মো. সিরাজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি ড. মাসুদুল হক। তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এবারে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত এবং বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশের মর্যাদায় পৌঁছাবে।
বিশেষ বক্তা ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খান রতন ও মোহাম্মদ আলী সিকদার। এ ছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোসলেউর রহমান খুশবো, দিদার হোসেন, শাহ কামাল, আব্দুস শাকুর, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মতিন, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা ও গবেষণা সম্পাদক মেহেদী হাসান, সিডনি আওয়ামী লীগের সহসভাপতি লাল্টু চেয়ারম্যান প্রমুখ।
গান পরিবেশন ও পরিচালনা করেন নিলুফা ইয়াসমিন। দেশের গান করেন রুমানা আক্তার ও মিলি ইসলাম। আনন্দমুখর অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের এই বিজয় রক্ত দিয়ে কেনা। বাংলাদেশের জনগণ অনেক মূল্য দিয়ে এই বিজয় কিনেছে। ৭৫ -এ আমরা বিজয়ের মহানায়ককে হারিয়েছি। বেদনার্ত শক্তির উন্মেষ থেকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়ে দিচ্ছেন বাংলাদেশ।