ইসরায়েলি হ্যাকারদের সাইবার হামলায় ইরানজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ: রিপোর্ট

0

ইসরায়েলি হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়েছে ইরানের গ্যাস স্টেশনগুলো। এতে দেশটিতে গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। 

গোঞ্জেশকে দারান্দে নামে পরিচিত ইসরায়েলি হ্যাকার গ্রুপ এই তথ্য জানিয়েছে।

ফার্সি এবং ইংরেজিতে বিবৃতি দিয়ে হ্যাকার গ্রুপটি বলেছে, “ইরান এবং তার প্রক্সিদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই সাইবার হামলা চালানো হয়েছে।খামেনি, আগুন নিয়ে খেলার মূল্য দিতে হয়।”

বার্তাসংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বলেছে, তেহরানের বেশ কয়েকটি গ্যাস স্টেশন সরবরাহ বন্ধ হয়ে গেছে। তবে এর পেছনের কারণ স্পষ্ট নয়।

“গোঞ্জেশকে দারান্দে” এর আগে ইরানের বৃহৎ ইস্পাত কোম্পানিতে সাইবার হামলার দাবি করেছিল।

সেই সময়ে ইসরায়েলি সামরিক সংবাদদাতারা, যাদের নিয়মিত ইসরায়েলের সিনিয়র কর্মকর্তারা অফ-দ্য-রেকর্ড ব্রিফ করেন, ইঙ্গিত দিয়েছিলেন যে, এই হ্যাকিংয়ের পিছনে ইসরায়েল ছিল।

হামাসের সাথে যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের মতো প্রক্সিরা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ জোরদার করার সময় এই হ্যাকিংয়ের শিকার হল রিান। সূত্র: টাইমস অব ইসরায়েল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here