সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে হামলার দাবি করেছে ইউক্রেন ভিত্তিক আধাসামরিক একটি গোষ্ঠী। রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলার এই দাবি করেছে গোষ্ঠীটি। রবিবার ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন নামের দলটি বলেছে, সীমান্ত পেরিয়ে কয়েক কিলোমিটার ভেতরে অভিযান চালিয়েছে তারা।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসা দলটি রাশিয়ায় ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত।
দ্য ফ্রিডম অব রাশিয়া লিজিয়নের দাবিগুলো নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মস্কোও রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি।
অবশ্য ইউক্রেনীয় বাহিনীর ঘন ঘন আক্রমণের অভিজ্ঞতা রয়েছে বেলগোরোডের। রবিবার এ অঞ্চলের গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, তেরেব্রেনো এলাকায় হামলা করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। গ্রামের একটি অংশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
সঙ্গে জানান, কোনও বেসামরিক মানুষ আহত হয়নি। তবে তিনটি বাড়ি ও বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শনিবার তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন, ১৯টি গ্রাম ও খামার ইউক্রেনীয় গোলা ও ড্রোন হামলার শিকার হয়েছে। সূত্র: রয়টার্স