মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখানদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে হতাহতের ঘটনায় বাল্কহেডের তিন শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ। রবিবার সন্ধ্যায় বাল্কহেডের ভেতরে ইঞ্জিনের পাশে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রি হানিফ নিয়াজি (৫০), লস্কর মো. হানিফ (২০) ও পাচক মো. নাকিব হাসান (২০)। তাদের টঙ্গিবাড়ী থানায় হস্তান্তর করা করেছে নৌ পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিরাজদিখান-টঙ্গিবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওরফে রিফাত।