বিচ্ছেদের গুঞ্জন, অভিষেককে দেখে অপলক তাকিয়ে রইলেন ঐশ্বরিয়া

0

তাদের নাকি বিবাহবিচ্ছেদ হচ্ছে। ইতোমধ্যেই নাকি স্বামী অভিষেক বচ্চনের বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। বলিপাড়ায় কান পাতলেই বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা শোনা যায়। তবে এখনও পর্যন্ত এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি পরিবারের কেউই। শুধু তাই নয়, মাঝে শোনা গিয়েছিল শ্বশুর অমিতাভ বচ্চনও বৌমাকে আনফলো করেছেন তার ইনস্টাগ্রাম থেকে। তবে এত ঘটনার পরেও বচ্চন পরিবারের সবাইকে একসঙ্গে দেখা গেছে। কখনও ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে, তো কখনও আবার আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে। একদিকে বিচ্ছেদের আলোচনা অব্যাহত। মেয়ের স্কুলের অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অভিষেক-ঐশ্বরিয়াকে একসঙ্গে দেখা গেল।

অভিষেককে দেখে অপলক তাকিয়ে রইলেন ঐশ্বরিয়া

আর নাতনির পারফরম্যান্স দেখে তো মুগ্ধ অমিতাভ বচ্চন। অমিতাভ নিজের ব্লগে লেখেন, “আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের একটা মুহূর্ত। মঞ্চে যেভাবে অভিনয় করল আমাদের পরিবারের এই ছোট্ট সদস্য, তা সত্যিই ওর সহজাত প্রতিভা। যদিও ছোট্ট মানুষটা আর ছোট্ট নেই, ক্রমে বড় হয়ে উঠছে।”

এতসব কিছুর মাঝেও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা থামছেই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here