ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও চার সেনা হত্যার তথ্য স্বীকার করল ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজায় স্থল অভিযানে ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১২৬ জনে।
নিহত ওই চার সেনা হলেন- উরিজা বায়ার (২০), লিয়াভ আলুশ (২১), ইতান নায়েহ (২৬) এবং তাল ফিলিবা (২৩)।
এছাড়াও দুভদেভান ইউনিটের আরে সৈন্য যুদ্ধে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। সূত্র: টাইমস অব ইসরায়েল