বিজয় দিবস উপলক্ষে টিকটকের ক্যাম্পেইন

0

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে টিকটক চালু করেছে #আমারবাংলাদেশ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটি চলবে সারা ডিসেম্বর মাস জুড়ে। বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতির জয় উদযাপন করতে টিকটকের এই উদ্যোগ।

#আমারবাংলাদেশ হ্যাশট্যাগ ক্যাম্পেইনের লক্ষ্য হল বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য একটি ডিজিটাল জায়গা তৈরি করা। একই সাথে এর মধ্য দিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। এই ক্যাম্পেইনে দেশের ঐতিহ্য এবং শহরগুলোর সৌন্দর্য নিয়ে নানান গল্প টিকটকে তুলে ধরতে উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন শহর নিয়ে নিজেদের আরও অভিজ্ঞতা শেয়ার করতে ব্যবহার করা যাবে টিকটক অ্যাপের লোকেশন ট্যাগিং এবং পয়েন্টস অফ ইন্টারেস্ট (পিওআই) ফিচার।

ভ্রমণের জন্য পরিচিত রবিউল টিকটকে শেয়ার করেন দেশের অজানা সব স্থানকে। রবিউল বলেন, আমাদের দেশের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস এবং অদেখা নানান সুন্দর দিক যেখানে আছে মানুষ, সংস্কৃতি, অনন্যতা, সরলতা এবং আমাদের প্রকৃতি। আমি এই সব কিছুকে তুলে ধরতে চাই। টিকটক আমার জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নিজেকে আমি প্রকাশ করতে পারি এবং আমি যা পছন্দ করি তা এখানে নিজের মত করে তুলে ধরতে পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here