টাঙ্গাইলে গণহত্যা দিবস পালন

0

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা সদরের বধ্যভূমিতে প্রথমে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

এরপর জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, পৌরসভাসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম আরা রিনি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুউদ্দীন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক ও খন্দকার জহুরুল হক ডিপটি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here