পরশুরামে যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আওয়ামী লীগের নৌকার নির্বাচনী কার্যালয়ে নৌকার সমর্থনে কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষে যুবলীগের তৃণমূলের এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
পরশুরাম আওয়ামী যুবলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ফেনী -১ এর নৌকার প্রার্থী আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী মনচুরের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য কামরুল হাসান, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক নিজাম পাটোয়ারী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান শাহ, আল আমিন চৌধুরী, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুর রহমান কামরুল, মাহমুদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্ল্যাহ মামুন, মির্জানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিল, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক মো. হেলাল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমূখ।