বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদী থেকে ভেসে আসা একটি মৃত ডলফিন মাটিচাপা দিয়েছেন বন সুরক্ষায় নিয়োজিত সিপিজি সদস্যরা। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ফেলোশিপ চার্চের সামনের চিলা খালের চরে ভেসে আসে এই ডলফিনটি। পরে চিলা খালের চরে মৃত ডলফিনটি মাটিচাপা দিয়ে রাখা হয়।
সুন্দরবন চাঁদপাই রেঞ্জের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য অমিয় সরদার জানান, শনিবার সকালে পশুর নদী থেকে ভেসে আসা একটি মৃত ডলফিন মাংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন ফেলোশিপ চার্চের সামনের চিলা খালের চরে আটকা পড়ে। পরে এলাকাবাসি মৃত ডলফিনটি দেখতে পেয়ে সিপিজি সদস্যদের খবর দেয়। মৃত ডলফিনটির পেটে বাচ্চা ছিলো। ধারণা করা হচ্ছে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যেতে পারে। কারণ ডলফিনটির শরীরে কোনো ক্ষত ছিল না। সকাল ১০টার দিকে বন বিভাগের সিদ্ধান্তে ওই মৃত ডলফিনটি চিলা খালের চরে মাটিচাপা দেওয়া হয়েছে। ডলফিনটিতে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সে কারনে সিপিজি সদস্যরা চিলা খালের চরে মৃত ডলফিনটি মাটিচাপা দিয়েছে।