দিনাজপুরে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

0

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরলের সীমান্তে বিরল আইসিপি সংলগ্ন স্থানে দুই ঘণ্টাব্যাপী সেক্টর কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য বৈঠকে বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী ইশ উল এর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল বিরল সীমান্তের কিশোরীগঞ্জ জিরো পয়েন্ট দিয়ে প্রবেশ করলে তাদের ফুল দিয়ে বরণ করেন বিজিবি সদস্যরা। 

বৈঠক শেষে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর সাংবাদিকদের বলেন, সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, কাঁটা তারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তের নারী শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ নানা বিষয় আলোচনা হয়েছে। এ ধরনের বৈঠকের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, বিজিবি বিএসএফের মধ্যে এই ধরনের বৈঠক প্রতিনিয়তই হয়ে থাকে। কখনো বাংলাদেশ কখনো ভারত অংশে। এ ধরনের বৈঠকের মধ্যে আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি আরও বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here