নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীরা মানববন্ধন করেছে। রবিবার সকালে স্কুল সংলগ্ন লোকমানপুর বাজারের প্রধান সড়কে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানবন্ধনে বক্তব্য দেন আতিকুর রহমান, পিন্টু আলী প্রমুখ। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক সরজিত কুমার হালদার সহকারি শিক্ষক (কাব্যতীর্থ) পদে কর্মরত। কিছুদিন থেকে শিক্ষক সরজিত কুমারের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা অত্যন্ত লজ্জার এবং আপত্তিকর। এমন অনৈতিক কর্মের সাথে জড়িত শিক্ষকের কাছে ছাত্রীরাও নিরাপদ নয়। দ্রুত ওই শিক্ষককে তার পদ থেকে অব্যাহতির দাবি করেন তারা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম উদ্দিন জানান, এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বলেন, লোকমুখে শুনে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ করেননি বলে তিনি জানান।