আবার হোঁচট খেল বার্সেলোনা!

0

লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠ থেকেও জিতে ফিরতে পারেনি বার্সেলোনা। এগিয়ে গিয়েও জিততে না পারায় ম্যাচ শেষে নিজের হতাশাটা একদম লুকাতে পারেননি বার্সেলোনা কোচ জাভি এর্নান্দেজ।

তিনি বলেন, ‘প্রতিপক্ষের বক্সে আমাদের আরও ভালো করতে হবে। সুযোগগুলো ভালো ছিল কিন্তু আমরা জিততে পারিনি। আমার ধারণা, আমরা দুই পয়েন্ট ছেড়ে দিয়ে এসেছি। কারণ দারুণ একটা ম্যাচ খেলেছে দল। পয়েন্ট ছুড়ে দেওয়াটা তাই হতাশাজনক।’ 
মেস্তায়ায় স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সা।

লা লিগায় নিজেদের শেষ চার ম্যাচে মোটে একটি জয় তাদের। এর মধ্যে নিজ মাঠে জিরোনার কাছে বাজেভাবে হেরেছে তারা। শুধু ঘরোয়া লিগ নয় চ্যাম্পিয়নস লিগেও হতাশ করেছে তারা। যদিও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে কাতালানরা। তবে গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের অখ্যাত ক্লাব রয়াল অ্যানটওয়ার্পের কাছে হেরে যাওয়ায় জাভির কোচিংকেই ফেলেছে প্রশ্নের মুখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here