কানাডায় বিজয় দিবসের অনুষ্ঠানে ‘ঘর গেরস্থি’ চলচ্চিত্র প্রদর্শিত

0

কানাডার স্থানীয় সময় ১৬ ডিসেম্বর, শনিবার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ৫২তম বিজয় দিবসের অনুষ্ঠানে টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে টরন্টোর ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টার’ এ মাসুদুর রহমান রামিন পরিচালিত স্বল্প দৈর্ঘের কাহিনী চলচ্চিত্র ‘ঘর গেরস্থি’ প্রদর্শিত হয়। 

উল্লেখ্য, হাসান আজিজুল হকের কাহিনী অবলম্বনে আকরাম খান ও মাসুদুর রহমান রামিনের চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের প্রান্তিক মানুষের জীবন চিত্রিত হয়েছে। টরন্টোতে প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ২৫ মিনিটের এই চলচ্চিত্রটির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ অনুষ্ঠিত হয়। 

আলোচকবৃন্দ তরুণ নির্মাতা মাসুদুর রহমান রামিনের নির্মাণ শৈলীর প্রশংসা করে উল্লেখ করেন, বাংলাদেশের নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের কথা জানানোর জন্য এমন চলচ্চিত্র নির্মাণের কোন বিকল্প নেই। বক্তারা আশা প্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা আগামীতে তার এমন কাজের ধারা অব্যাহত রাখবেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর আরও চলচ্চিত্র নির্মাণ করে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here