একতরফা নির্বাচন বর্জনসহ প্রতিহত করার আহবান জানিয়ে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে বামমোর্চা ঘোষিত কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে মিছিল শেষে পাবলিক লাইব্রেরির সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মনজুর আলম মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, সবুজ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা সংগঠক কৃষ্ণ চন্দ্র পাল।