‘ক্যাপ্টেন’ রোহিতকে সরাতেই বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্স

0

চেন্নাই সুপার কিংসকে এখনও নেতৃত্ব দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। পাঁচবার খেতাব জিতে আইপিএলের সফলতম অধিনায়ক ৪২ বছরের ধোনি। তার সঙ্গে একই সারিতে রয়েছেন রোহিত শর্মা। পাঁচটি আইপিএল শিরোপা জয় তারও। কিন্তু এরপরেও ৩৬ বছরেই রোহিতের থেকে নেতৃত্ব কেড়ে নিল মুম্বই। অধিনায়ক হিসেবে সদ্য দলে ফেরা হার্দিক পাণ্ডিয়ার নাম ঘোষণা করা হয়। যাতে ক্ষিপ্ত মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরা।

রোহিতকে ছাঁটাই করার কয়েকঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় মুম্বাইয়ের ৪০০০ ফলোয়ার কমে গেছে। কোথাও পুড়ছে জার্সি, টুপি। কোথাও আবার জ্বলছে পতাকা। রোহিতের অপসারণ মেনে নিতে পারছে না ভক্তরা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আকাশ আম্বানি জানিয়েছিলেন, রোহিতই তাদের অধিনায়ক থাকবেন। তাহলে হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এর যুক্তি খুঁজে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here