আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কায় শক্তিশালী ঝড়ে স্পোর্টস ক্লাবের ছাদ ধসে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।
মেয়র কার্যালয়ের সূত্রের উদ্ধৃতি দিয়ে পৌরসভার এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যবশত জরুরি পরিষেবা বাহাইনিজ ডেল নর্তে ক্লাবের ছাদ ধসের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, শহরটিতে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া বাতাস রেকর্ড করা হয়। শক্তিশালী এ ঝড়ের কারণে শহরটির আংশিক অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। -বাসস