ছোটছেলে আব্রামের অভিনয় দেখে কাঁদলেন শাহরুখ খান

0

দিন কয়েক আগেই ওটিটি-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে মেয়ে সুহানা খানের । বাবার মতোই পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন সুহানা। আর এবার সেই একই পথ অনুসরণ করল খান পরিবারের সব থেকে ছোট সদস্য আব্রাম খানও। অভিনয় জগতে নাম লিখিয়েছে সে। তবে, পর্দায় নয়- মঞ্চে অভিনয় করছে আব্রাম ।

নাটকের মাঝে শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজও দেন। আর দর্শক আসনে বসে শাহরুখ আনন্দে আত্মহারা। শাহরুখের চোখে তখন আনন্দের অশ্রু। সম্প্রতি, শাহরুখ পুত্রর মঞ্চে অভিনয়ের এই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে ছোট্ট আব্রাম মঞ্চে পারফর্ম করেছে, রয়েছে দীর্ঘ ডায়লগও। আর দর্শকাসনে বসে ছেলের এই পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখছেন শাহরুখ খান ও গৌরী খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here