পাকিস্তানে কৃত্রিম বৃষ্টি

0

প্রথমবারের মতো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে ঝরানো হয়েছে কৃত্রিম বৃষ্টি। শনিবার (১৬ ডিসেম্বর) পরীক্ষামূলকভাবে বৃষ্টি ঝরানো হয়। গত কয়েকদিন ধরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে লাহোর। এছাড়া সেখানকার বাতাসের বিষাক্ততাও মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে।

কৃত্রিম বৃষ্টি ঝরানোর উপকরণ নিয়ে এদিন দু’টি বিমান লাহোরের ১০টি অঞ্চল দিয়ে উড়ে যায়। এসব উপকরণ মেঘে ছিটিয়ে দেওয়া হয়।

তিনি বলেছেন, ‘আরব আমিরাতের একটি দল দু’টি বিমান নিয়ে ১০ থেকে ১২ দিন আগে এখানে আসে। তারা ৪৮টি ফ্লেয়ার ব্যবহার করে এই বৃষ্টি সৃষ্টি করেছে।’

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here