হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি মেজর নিহত

0

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) বলেছে, মেজর-জেনারেল ইজেকিয়েল আজরিয়া উত্তর সীমান্তে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন।

 শনিবার লেবাননের সঙ্গে উত্তর সীমান্তে অভিযান চালানোর সময় তিনি নিহত হন। তিনি ১২৯ তম ব্যাটালিয়নের একজন যোদ্ধা ছিলেন।  

নিহত তিন ইসরায়েলি জিম্মি হলেন ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালন শামরিজ (২৬)। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অন্যজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় শুক্রবার অভিযানের সময় তাদের গুলিতে ওই তিনজন নিহত হন।

এ ঘটনাকে ‘অবর্ণনীয় দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘এটা দুঃখজনক ভুল।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৪০ জনকে জিম্মি করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা। মাঝে যুদ্ধবিরতি চলার সময় বেশ কিছু জিম্মিকে মুক্তি দেওয়া হয়। এখনো হামাসের কাছে ১৪০ জনের মতো জিম্মি থাকতে পারে বলে ইসরায়েল জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here