অ্যাপলের আইফোন ও আইপ্যাডের জন্য নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ। ‘পিকচার ইন পিকচার’ নামের এ ফিচারের মাধ্যমে অ্যাপল ডিভাইসে ভিডিও কলে থাকার সময় চাইলে অন্য গুরুত্বপূর্ণ কাজও করা যাবে। ‘পিকচার ইন পিকচার’ ফিচারটি ব্যবহারে আপনি যখন অন্য অ্যাপে সুইচ করবেন তখন ভিডিও কলটি স্টিক্রনের ওপরের একপাশে ছোট উইন্ডোতে ভেসে থাকবে। এই নতুন ফিচারটিতে একই সময়ে সংশ্লিষ্ট ডকুমেন্ট পড়াসহ ওয়েব সারফিং ও গেম খেলা যাবে। এ ফিচারের মাধ্যমে ভিডিও চ্যাটিং চলাকালীন মাল্টিটাস্ক করার সুযোগ পাওয়া যাবে।
এতে থাকছে ডকুমেন্ট পাঠানোর সময় ক্যাপশন যুক্ত করাসহ গ্রুপগুলোর জন্য বিষয় ও দীর্ঘ বিবরণ পাঠানোর সুবিধা। এ ছাড়া থাকছে অ্যাভাটার স্টিকার ও প্রোফাইল ছবি ব্যবহারের সুযোগ। হোয়াটসঅ্যাপের সর্বশেষ হালনাগাদ সংস্করণে নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি চালু হবে।