আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পিছনে ফিরিয়ে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে। আজকের এইদিনে আমাদের অঙ্গীকার করতে হবে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে যারা চেষ্টা করছে যেকোনো মূল্যেই তাদের প্রতিরোধ করা হবে।
শনিবার সকালে সভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পেছনে ফিরিয়ে নিতে। এদেশকে পিছনে নিয়ে যেতে তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। এই বিএনপি জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থমকে দিতে চায়।