দেশরাজারবাগে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধাBy AmarNews.com.bd - December 16, 20230FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার সকাল পৌনে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।