হংকংয়েও মেসি ঝড়, প্রীতি ম্যাচের টিকেট শেষ মাত্র ১ ঘণ্টায়!

0

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি যেখানে যান সেখানেই যেন ঝড় ওঠে। এবার হংকংও সাক্ষী হল এক মেসি ঝড়ের। মেসির দল ইন্টার মায়ামি এবার প্রীতি ম্যাচ খেলবে হংকংয়ে। 

হংকং একাদশ নামের দলটির সঙ্গে মেসিরা ৪ ফেব্রুয়ারি ম্যাচটি খেলবেন।

হংকং ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি খেলবেন মেসিরা। এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪০ হাজার। তবে এরই মধ্যে ধারণক্ষমতার সব টিকেট বিক্রি হয়ে গেছে।  

এর আগেও হংকং ভ্রমণে এসেছিলেন, ২০১৪ সালে। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here