গাজায় আরও তিন সেনা নিহতের তথ্য জানাল ইসরায়েল

0

ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ২৮ বছর বয়সী জিম্মি ইলিয়া টোলেদানোর লাশ উদ্ধার করেছে তাদের বিশেষ বাহিনী।

 শুক্রবার সকালে আইডিএফ ঘোষণা করে, তারা নিক বেইজার এবং সার্জেন্ট রন শেরম্যানের মৃতদেহ উদ্ধার করেছে।

এর আগে শুক্রবার সকালে আইডিএফ জানায়, ১৬২ নম্বর ডিভিশনের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের ৫৫১তম ব্রিগেড ও ইউনিট ৫০৪ এর সৈন্যরা হামাসের বন্দিদশা থেকে ইলিয়া টোলেদানোর লাশ উদ্ধার করে। 

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আইডিএফ উত্তর গাজায় যুদ্ধে তৃতীয় সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে। তার নাম নেতানিয়ার ফার্স্ট মাস্টার সার্জেন্ট (অব.) টমার শ্লোমো মায়ারা। ২৮ বছর বয়সী মায়ারা ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন ৭১০-এ কর্মরত ছিলেন। তার মৃত্যুতে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে মোট সামরিক নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here