গ্রাহকদের পাওনা ফেরত দিতে শুরু করেছে ধামাকা শপিং ডটকম

0

গ্রাহকদের পাওনা ফেরত দিতে শুরু করেছে ইনভ্যারিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের আওতাধীন ই-কমার্স ধামাকা শপিং ডটকম। প্রতিষ্ঠানটির কাছে ১৩০ জন মার্চেন্টের ৭০ কোটি ৮ লাখ ৮৫ হাজার ১৪৪ টাকা পাওনা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ২ কোটি টাকা পে-অর্ডারের মাধ্যমে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের জানানো হয়, মার্চেন্টদের বাকি টাকা আগামী ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে। এ সময় জসিম উদ্দিন চিশতীর বিরুদ্ধে চলমান মামলাগুলো স্থগিত করার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here