বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা ভারতের যুবারা

0

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা ভারতীয় ব্যাটাররা। দলীয় ৬১ রানের মাথায় ৬ উইকেট হারিয়েছে ভারত। মারুফ মৃধা একাই নিয়েছেন তিনটি উইকেট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের যুবাদের সংগ্রহ ২৪ ওভার শেষে ৬ উইকেটে ৮৬ রান।

নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন মারুফ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি লেগ স্টামের ওপর ফুল লেন্থে করেছিলেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১ রান।

নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে এসে আরো একবার মারুফ ‘শো’ দেখেছেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

ব্যাটিংয়ে নেমে এই পেসারের তাণ্ডবে দিশেহারা হয়ে ভারতীয় টপ অর্ডার। ১৩ রান তুলতেই সাজঘরে তাদের তিন ব্যাটার। পরে ছোট জুটি গড়লেও দলীয় ৬১ রানে পৌঁছাতেই ৬ উইকেট হারিয়েছে ভারত। দুইটি উইকেট নেন রোহানাত বর্ষণ।

এর আগে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। অর্থাৎ টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের যুবারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here