বরাবরের মতো এ বছরও বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির স্পোর্টস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে ক্যালগেরিতে বসবাসরত বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি আয়োজিত বিভিন্ন খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য ছিল ব্যাডমিন্টন, টেবিল টেনিস এবং কেরাম প্রতিযোগিতা।
টেবিল টেনিস প্রতিযোগিতায় (একক টুর্নামেন্ট) চ্যাম্পিয়ন হয়েছে নাইম উল হাসান এবং রানার আপ- মিজান।
ক্যারাম (ডাবল) টুর্নামেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আসিফ হোসেন ও শাওন সুবহান এবং রানার আপ- লিওন ও পাপন।
আগামীকাল ২৬শে মার্চ দুপুর ২টায় বাংলাদেশ সেন্টারে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। এ বছর স্পোর্টস এর গ্র্যান্ড স্পন্সর ছিলেন আব্দুল্লাহ রফিক। মিডিয়া পার্টনার ছিল আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। আগামীতে এভাবেই আপনাদের পাশে পেতে চাই।
সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র বলেন, প্রবাসে এ ধরনের আয়োজন যেন আমাদের অতীতের দিনগুলোতে নিয়ে যায়। আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সবগুলো ইভেন্ট সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা।
স্পোর্টস সেক্রেটারি সাকিব হোসেন বলেন, শত কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে যারা সময় দিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং জয়ী এবং পরাজিত সকলকেই আমার অভিনন্দন।
উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল বাংলাদেশ সেন্টারে দুপুর ২ টায় একা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।