চীন আধুনিকায়ন হলে লাভ যুক্তরাষ্ট্রের : শি জিন পিং

0

 চীনে আধুনিকায়নের ফলে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। 

শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি খবরটি প্রকাশ করেছে। খবর অনুসারে, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যসংক্রান্ত কমিটির ৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়েছে। 

মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, চীন যেন অর্থনৈতিক নীতিমালার ক্ষেত্রে রাষ্ট্রমুখী প্রবণতা থেকে সরে আসে। তার মতে, এ ধরনের রাষ্ট্রমুখী প্রবণতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে।

এর মধ্যেই শি জিন পিং–এর চিঠিটি প্রকাশিত হলো। চিঠিতে তিনি জোর দিয়ে বলেছেন, বহির্বিশ্বের জন্য চীনের দুয়ার ব্যাপকভাবে খোলা থাকবে। দেশটিতে বাজারমুখী, আইনের শাসনভিত্তিক আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ তৈরি করা হবে।

চিঠিতে আরও বলা হয়, চীনা আধুনিকায়নের কারণে মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আগের চেয়ে আরও বেশি সুবিধা পাবে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার জন্য ব্যাপক সম্ভাবনা, বড় পরিসর এবং আশাব্যঞ্জক ক্ষেত্র আছে।

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here