অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে যুবাদের দরকার ১৮৯ রান

0

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশকে করতে হবে ১৮৯ রান। টুর্নামেন্টের দ্বিতীয়  সেমিফাইনালে বাংলাদেশের বোলিং তোপে ভারতীয় যুবারা ১৮৮ রানেই গুটিয়ে গেছে। ফলে জয়ের জন্য টাইগার যুবাদের করতে হবে ১৮৯ রান।

শুক্রবার দুবাই আইসিসি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪২.৪ ওভারে ১৮৮ রান তুলতে সক্ষম হয় ভারত।

পরে নিজের পরের ওভারে বোলিংয়ে ফিরে আবারও ভারতীয় শিবিরে আঘাত হানেন মারুফ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলটি লেগ স্টামের ওপর ফুল লেন্থে করেছিলেন মারুফ। সেখানে ফ্লিক করতে গিয়ে ডিফ ফাইন লেগে ধরা পড়েন আর্শিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১ রান।

নিজের চতুর্থ আর ইনিংসের সপ্তম ওভারে এসে আরো একবার মারুফ ‘শো’ দেখেছেন ক্রিকেট ভক্তরা! তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে খানিকটা খাটো লেন্থে করেছিলেন মারুফ। জায়গায় দাঁড়িয়ে খোঁচা মেরে উইকেটের পেছনে ধরা পড়েন উদয়। ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

এরপর শচীন দাস ও প্রিয়াংশুর ভালো শুরু পেয়েছিলেন। কিন্তু উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। শচীন ১৬ ও প্রিয়াংশু ১৯ রান করে ফিরেছেন। আরভেলি অভানিষ সাতে নেমে ডাক খেয়ে ফিরলে ৬১ রান তুলতেই শুরুর ৬ উইকেট হারায় ভারত।

এরপর খানিকটা প্রতিরোধ গড়েন মুসের ও আভিষেক। সপ্তম উইকেট জুটিতে এই দুইজন মিলে দলকে টেনে তোলার চেষ্টা করেন। মুসের ৫০ রান করে আউট হলে ভাঙে ৮৪ রানের জুটি। আর আভিষেক ফিরেছেন ৬২ রান করে। তার বিদায়ের পর আর বেশিক্ষণ টিকেনি ভারতের ইনিংস।

বাংলাদেশের হয়ে ৪১ রানে ৪ উইকেট নেন মারুফ মৃধা। এছাড়া ২টি করে উইকেট পেয়েছেন রুহানাতদৌলা বর্ষণ ও শেখ জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here