৭৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হলো মেসির বিশ্বকাপ জার্সি

0

কাতারে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে ৩৬ বছর পর শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আর এই শিরোপা জিততে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন দলের মহাতারকা লিওনেল মেসি। ফাইনাল ম্যাচে দুই গোল ছাড়াও পুরো টুর্নামেন্টে তিনি করেন ৭টি গোল। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও।

এবার কাতার বিশ্বকাপে মেসির গায়ে থাকা জার্সি কেনার সুযোগ পেলেন তার ভক্তরা। বিশ্বকাপে গায়ে দেওয়া লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। 

মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন। বাকি জার্সিগুলোর ২টি জার্সি গ্রুপপর্বের ম্যাচে গায়ে জড়িয়েছিলেন তিনি। একটি জার্সি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জয়) বিপক্ষে, আরেকটি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের সময় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার (৩-০ গোলে জয়) বিপক্ষে গায়ে দিয়েছিলেন।

এর আগে চলতি বছরের নভেম্বরে বিশ্বকাপের ৬টি জার্সি নিলামে তোলার ঘোষণা দেন মেসি। তার বিক্রিত জার্সির অর্থের কিছু অংশ স্পেনের বার্সেলোনার একটি হাসপাতালে শিশুদের চিকিৎসার জন্য প্রদান করা হবে।

সূত্র : ইএসপিএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here