ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের (দ্য বেস্ট) সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে আছেন আরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।
বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট এবং ভোট যিনি পাবেন, তার হাতেই উঠবে এই পুরস্কার।
বছরের সেরা ফুটবলারদের মধ্য থেকে শুরুতে ১২ জনকে বেছে নিয়েছিল ফিফার বিশেষজ্ঞদের প্যানেল। সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুরি বোর্ড (যেখানে আছেন জাতীয় দলের কোচ ও অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট প্রদান করা সমর্থকরা) বেছে নেন সেরা তিনজনকে।
উল্লেখ্য, গতবারও বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মেসি। শুধু তা-ই নয়, পুরস্কারটি জিতেও নেন তিনি।